- আন্তর্জাতিক
- মঙ্গলবার থেকে ভারতে ঢুকলেই থাকতে হবে আইসোলেশনে
মঙ্গলবার থেকে ভারতে ঢুকলেই থাকতে হবে আইসোলেশনে

বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীকে এবার থেকে বাধ্যতামূলক সাত দিন আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনের মেয়াদ শেষে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার এই নির্দেশ জারি করে যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আগের দিন ইতালি থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১২৫ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটি এই নির্দেশনা জারি করলো।
এর আগে করোনা নেগেটিভ যাত্রীরা বিমানবন্দর ছাড়ার অনুমতি পেতেন। নতুন নিয়মে সব দেশের ‘নেগেটিভ’ যাত্রীকেও এবার থেকে বাধ্যতামূলকভাবে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।
একইসঙ্গে দেশটির সরকার ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাও পরিবর্তন করেছে। নতুন তালিকায় নেই বাংলাদেশের নাম।
এই তালিকায় রয়েছে ব্রিটেনসহ ইউরোপের সব দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, ঘানা, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, তানজানিয়া, হংকং, ইসরায়েল, কঙ্গো, ইথিওপিয়া, কাজাখস্তান, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া ও জাম্বিয়া।
মন্তব্য করুন