করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রনের দাপটের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ছাড়াতে এক বছর সময় লাগলেও ডেল্টার দাপটে পরের ১০ কোটি শনাক্তে লাগে অর্ধেক সময়। তবে এর পরের ১০ কোটি শনাক্তে সময় লেগেছে আরও কম, মাত্র পাঁচ মাস সময় লেগেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

বাংলাদেশ সময় শুক্রবার দুঃখজনক এ মাইলফলক পেরিয়ে যায় বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

মূলত টিকা না নেওয়া ব্যক্তি ও ওমিক্রনের সুনামিতে কোভিড মহামারীতে রোগী শনাক্তের এ উল্লম্ফন ঘটেছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের উহানে মানবদেহে করোনাভাইরাস সংক্রমণের প্রথম খবর আসে। এরপর সেই ভাইরাস দ্রুত পৃথিবীর প্রায় সব প্রান্তে পৌঁছে যায়।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৯৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৫৭৩ জন। এ নিয়ে বিশ্বে শনাক্ত করোনা রোগী প্রায় ৩০ কোটি ৭ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৮৯ হাজার ৫০৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭ লাখ ৫১ হাজার ৫১২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২ হাজার ১৪৩ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন।

এদিকে নতুন করে ফ্রান্সে ২ লাখ ৬১ হাজার, ইতালিতে ২ লাখ ১৯ হাজার, যুক্তরাজ্যে ১ লাখ ৭৯ হাজার এবং ভারত ও আর্জেন্টিনায় ১ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।