- আন্তর্জাতিক
- ভ্রমণ নথি সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের
মোদির নিরাপত্তা ঘাটতি
ভ্রমণ নথি সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব সফরের সময় গাড়ি আটকে থাকার ঘটনায় তার ভ্রমণের সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পাঞ্জাব পুলিশ, স্পেশাল প্রটেকশন গ্রুপসহ (এসপিজি) কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোকে সহায়তার নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় এনডিটিভি।
বিষয়টি নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রকাশ্যে এসেছে ওই সময়ের একটি ভিডিও। এতে দেখা যায়, নিরাপত্তাবলয় থাকা সত্ত্বে সেদিন প্রধানমন্ত্রীর গাড়ির কয়েক মিটারের মধ্যে পৌঁছেছিল বিজেপির সমর্থকদের মিছিল। তাদের মুখে ছিল 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান। এ ঘটনাও প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘাটতির প্রমাণ।
মন্তব্য করুন