ভারতে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে আড়াই লাখের কাছাকাছি পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৭২০। একই সঙ্গে সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।

আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। উল্টো গত দু’দফার তুলনায় হাসপাতালে ভর্তিও তুলনামূলকভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনয় প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি।

গত কয়েক দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গেছে ১৩.১১ শতাংশে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাতে বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন।

আলজাজিরার প্রতিবেদন বলছে, নতুন বছরের শুরুতে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণ আটগুণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই দেশটিতে সম্মুখসারির কর্মী এবং বয়স্ক নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।