- আন্তর্জাতিক
- মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ছয়
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ছয়

ছবি: ইন্ডিয়া টুডে
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি ২০ তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুনে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর এনডিটিভির
আহতদের সবাইকে নিকটবর্তী ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে আনার পর দুই জনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে ভাটিয়া হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন।
মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছয় জন বয়স্ক লোক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।
নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এটিকে লেভেল-৩ (বড় ধরনের) আগুন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি কাজে লাগানো হয়েছে।
এর আগে এই অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছিল।
মন্তব্য করুন