- আন্তর্জাতিক
- ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয় বুস্টার ডোজ: সিডিসি
ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয় বুস্টার ডোজ: সিডিসি

ছবি: সংগৃহীত
ফাইজার-বায়োএনটেক ও মডার্নার বুস্টার ডোজ টিকা করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে শুধু সুরক্ষায় দেয় না বরং তা আক্রান্ত মার্কিন নাগরিকদের হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। খবর নিউইয়র্ক টাইমসের।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে সিডিসি পরিচালিত তিনটি গবেষণার ওপর ভিত্তি করে। এর মধ্যে একটি গত বছরের ২৬ আগস্ট থেকে এ বছরের ৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যের জরুরি বিভাগ, ক্লিনিক ও হাসপাতাল থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে গবেষকরা প্রস্তুত করেছেন।
এ প্রতিবেদনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখার ক্ষেত্রে বুস্টার ডোজ ৯০ শতাংশ কার্যকর। বুস্টার ডোজ জরুরি বিভাগ ও জরুরি ক্লিনিক সেবাগুলোতে যাওয়ার হারও কমায়। এ বুস্টার ডোজ ৫০ ও তারচেয়ে বেশি বয়সি আমেরিকানদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর বিরুদ্ধে বেশি কার্যকর।
সর্বোপরি নতুন তথ্যে দেখা গেছে, ওমিক্রনের চেয়ে ডেল্টার বিরুদ্ধে টিকাগুলো বেশি কার্যকর ছিল।
সিডিসির গবেষণা প্রতিবেদন বলছে, ডেলটা ধরনের সংক্রমণ বেশি থাকার সময় দেখা গেছে, দুই ডোজ টিকা নেওয়ার পরে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিতে টিকার কার্যকারিতা ছিল ১৪ থেকে ১৭৯ দিন পর্যন্ত। আর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ১৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত কার্যকারিতা থাকে ৮১ শতাংশে। বুস্টার ডোজ নেওয়ার ১৪ বা তার বেশি দিন পরে কার্যকারিতা থাকে ৯৪ শতাংশ।
ওমিক্রনের সংক্রমণ বেশি থাকার সময় দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ১৪ থেকে ১৭৯ দিন পর্যন্ত কার্যকারিতা ছিল ৮১ শতাংশ। দ্বিতীয় ডোজ নেওয়ার পর ১৮০ দিন পর্যন্ত কার্যকারিতা ৫৭ শতাংশ আর বুস্টার ডোজ নেওয়ার ১৪ বা তারও বেশি দিন পর পর্যন্ত কার্যকারিতা ছিল ৯০ শতাংশ।
সিডিসির আরেক গবেষণা প্রতিবেদন তৈরি করা হয় যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে। এর সময়কাল ছিল গত বছরের এপ্রিলের শুরু থেকে বড়দিনের আগ পর্যন্ত। সেখানে বলা হয়, ডেলটা ধরনের সংক্রমণ বেশি থাকার সময় টিকার কার্যকারিতা ৯৩ শতাংশ থেকে কমে ৮০ শতাংশে পৌঁছেছে। তবে মৃত্যু থেকে সুরক্ষা পাওয়া গেছে ৯৪ শতাংশ।
তৃতীয় গবেষণাটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে। এটি পরিচালিত হয়েছে সিডিসির গবেষকদের দ্বারা। গত বছরের ১০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে চার হাজার ৬০০টি করোনা পরীক্ষাকেন্দ্রে যারা পজিটিভি হয়েছেন তাদের তথ্য বিশ্লেষণ করেছে।
সে প্রতিবেদন অনুযায়ী, ফাইজার ও মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন সংশ্লিষ্ট উপসর্গের রোগের বিরুদ্ধে যারা টিকা নেননি তাদের তুলনায় ৬৭ শতাংশ কার্যকর।
মন্তব্য করুন