- আন্তর্জাতিক
- সাবেক আইনপ্রণেতাসহ সু চির দুই কর্মীর মৃত্যুদণ্ড
সাবেক আইনপ্রণেতাসহ সু চির দুই কর্মীর মৃত্যুদণ্ড

ফিও জেয়র থাও যার আসল নাম মং খিউ (ছবি-হিন্দুস্তান টাইমস)
মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দুই কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন ফিও জেয়র থাও দেশটির সাবেক আইনপ্রণেতা। মিয়ানমারের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে।
মিয়ানমারে দেশজুড়ে জান্তা সরকারের যে দমন-পীড়ন চলছে, তার সর্বশেষ উদাহরণ এটি। ফিও জেয়র থাওয়ের আসল নাম মং খিউ। গত নভেম্বরে একটি বাণিজ্যিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জান্তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তার কাছ থেকে দুটি পিস্তল, গুলি ও একটি এম-১৬ রাইফেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দেশের সন্ত্রাস দমন আইনে মামলা হয়। এ মামলার রায় হয় শুক্রবার।
গত বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের পর এ পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে জান্তার গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। এএফপি।
মন্তব্য করুন