- আন্তর্জাতিক
- জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সাক্ষাৎ
জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সাক্ষাৎ

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির নেতারা - সমকাল
জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদপুর হাউজিং এস্টেট কল্যাণ সমিতির নব-নির্বাচিত নেতারা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তারা।
এসময় হাউজিং এস্টেট কল্যাণ সমিতির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের সভাপতি ডা. এম এ জলিল, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান লাবলু, সহ-সভাপতি রেহেনা পারভীন, সুব্রত কুমার মিত্র, শাহীন চৌধুরী জেলা প্রশাসক অতুল সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি হাউজিং এস্টেট কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন