- আন্তর্জাতিক
- সুইডেনে করোনা মহামারির সমাপ্তি ঘোষণা
সুইডেনে করোনা মহামারির সমাপ্তি ঘোষণা

বিধিনিষেধ তুলে নেওয়ায় সুইডেনের একটি নাইট ক্লাবে আনন্দ উদযাপন
সুইডেনে করোনা মহামারির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলা নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা এবং আরও ধৈর্য ধরার পরামর্শের পরও এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সংক্রমণ ঠেকাতে দেশটিতে যে সামান্য বিধিনিষেধ আরোপ করা ছিল, বুধবার তাও তুলে নেওয়া হয়েছে। এমনকি দেশটিতে কভিড-১৯ পরীক্ষার বাধ্যবাধকতাও থাকছে না। তবে মহামারির কারণে এখনও দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বড় ধরনের চাপে আছে।
করোনা প্রকোপের শুরু থেকেই সুইডেন সরকার কঠোর লকডাউনের বিপক্ষে ছিল। সেখানে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় অল্প কিছু বিধি আরোপ করা হয়েছিল। সেগুলোও পালন করা বা না করা দেশবাসীর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়। গত সপ্তাহে সে বিধানগুলোও তুলে নেওয়া হয়েছে। কার্যত যার অর্থ মহামারির সমাপ্তি ঘোষণা করা। খবর এএফপি ও স্ট্রেইট টাইমসের।
বুধবার থেকে সুইডেনে বার এবং রেস্তোরাঁগুলো মহামারি শুরু হওয়ার আগের মতো রাত ১১টার পরও খোলা রাখা যাবে। সীমাবদ্ধতা থাকছে না উপস্থিতির সংখ্যায়ও। টিকা পাস দেখানোর নিয়মও তুলে নেওয়া হয়েছে।
সুইডেনের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেনা হালেনগ্রেন বলেছেন, 'আমরা এই মহামারি সম্পর্কে যতদূর জানি, আমি বলতে চাই, এটা শেষ হয়েছে। কভিড-১৯ কে আর সমাজের জন্য বিপজ্জনক বলে বিবেচনা করা হবে না।'
এদিকে, সব বিধিনিষেধ তুলে নিলেও সুইডেনের হাসপাতালগুলো এখনও করোনা রোগীতে ভর্তি। সেখানে এখনও কভিড-১৯ আক্রান্ত দুই হাজার ২০০ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবারও সরকারি হিসাবে ১১৪ কভিড-১৯ রোগী মারা গেছেন। তবে দেশটিতে বর্তমানে কত মানুষ করোনা আক্রান্ত, তার সঠিক পরিসংখ্যান কারও হাতে নেই।
সুইডেন সরকারের নো-লকডাউন নীতির বড় সমালোচকদের একজন অধ্যাপক ফ্রেডরিক এলগহ। দেশটির উমেয়া ইউনিভার্সিটির ভাইরোলজির এই অধ্যাপক বলেন, 'আমাদের উচিত ছিল আরেকটু ধৈর্য ধরা, অন্তত আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করা। তা ছাড়া, কভিড পরীক্ষা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সম্পদ আমাদের আছে। এখনও সমাজের ওপর এ রোগের বিশাল চাপ আছে।'
মন্তব্য করুন