ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ওই রাজ্যের কংগ্রেসের এক নেতা।

দেশটির বার্তাসংস্থা এএনআইনকে জমির আহমেদ নামের ওই কংগ্রেস নেতা বলেন, ইসলামে হিজাব অর্থ হলো পর্দা। মেয়েরা যখন বেড়ে উঠে তখন তাদের সৌন্দর্য লুকানোর জন্য ওড়না দিয়ে তাদের মুখ ঢেকে রাখা উচিত। আমি মনে করি, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু এর কারণ কি?

কারণ হিসেবে জমির বলেন, এর কারণ হলো— তারা তাদের মুখ ঢেকে রাখেন না। 

এর আগে কেরালার গভর্নর আরিফ মুহাম্মদ খান বলেছিলেন, কুরআনে হিজাব পরার বিষয়ে লেখা নেই— এ প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, হিজাব পরা বাধ্যতামূলক নয় কিন্তু এটি পরার চল বহুদিনের।

কর্ণাটকের উদুপিতে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্য দিকে, কর্ণাটকের স্কুল-কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপির সরকারি কলেজে ৬ ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এর পর কর্ণাটকের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে এই আন্দোলন।