যুদ্ধকবলিত ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ক্রমবর্ধমান দারিদ্র্য নিয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

রোববার সংস্থাটি এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করে দেয়। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, মুদ্রার অবমূল্যায়ন এবং খাবারের মূল্যবৃদ্ধি ইয়েমেনে অনেককে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

‘ফলে দেশটিতে ক্ষুধা বাড়ছে। যার কারণে তারা খাদ্য সহায়তার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন’, বলা হয় বিবৃতিতে।

স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের ফলে দেশটির মানবিক পরিস্থিতি খারাপ হয়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে ইয়েমেনি রিয়ালের দাম কমছেই।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনে প্রায় তিন কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভর করেন। এ ছাড়া দেশটিতে সুরক্ষার অভাব ও এক কোটি ৩০ লাখের বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছেন। 

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীরা দখল করার পর থেকেই যুদ্ধ শুরু হয়। এর পর সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির সরকারের সমর্থনে হামলা শুরু করে। চলমান এ যুদ্ধের কারণে ইয়েমেনে গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে।