- আন্তর্জাতিক
- জব্দ অর্থছাড় নিয়ে বাইডেনের সিদ্ধান্ত ‘আফগানদের বিরুদ্ধে নৃশংসতা’
হামিদ কারজাই বললেন
জব্দ অর্থছাড় নিয়ে বাইডেনের সিদ্ধান্ত ‘আফগানদের বিরুদ্ধে নৃশংসতা’

যুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের ৭.১ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩.৫ বিলিয়ন ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য কেটে রাখার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছেন— তা আফগান জনগণের বিরুদ্ধে নৃশংসতা হিসেবে উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
এক সংবাদ সম্মেলনে সাবেক এ আফগান প্রেসিডেন্ট আমেরিকানদের সাহায্য চেয়েছেন— বিশেষ করে ৯/১১ হামলায় নিহতদের পরিবারের সদস্যদের কাছ থেকে যেন তারা বাইডেনকে গত সপ্তাহের অর্থছাড় নিয়ে সিদ্ধান্ত বাতিলে চাপ দেন। খবর আলজাজিরার।
কারজাই বলেন, আফগানিস্তানের জনগণ আমেরিকার জনগণের বেদনা ভাগ করে নিয়েছে, ১১ সেপ্টেম্বর ট্রাজেডিতে যারা মারা গেছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের বেদনা ভাগ করে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। যারা ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের মতোই আফগান জনগণও ক্ষতিগ্রস্ত। তাদের নামে আফগানিস্তানের জনগণের কাছ থেকে অর্থ আটকানো বা হাতিয়ে নেওয়া অন্যায় ও অন্যায্য এবং আফগান জনগণের বিরুদ্ধে নৃশংসতা।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের আটকে থাকা ৭.১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের নির্দেশ দেন। যার মধ্যে অর্ধেক ৯/১১ এর হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে দেওয়ার কথা বলা হয়। বাকি অর্থ মানবিক সহায়তা হিসেবে দেওয়া হবে আফগানিস্তানকে।
গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এর পর যুক্তরাষ্ট্রে থাকা দেশটির সম্পদ জব্দ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে মানবিক সংকট প্রকট হওয়ায় জব্দ এ অর্থছাড়ের বিষয়ে ওয়াশিংটনকে বেশ কিছুদিন ধরেই অনুরোধ জানানো হচ্ছিল।
মন্তব্য করুন