- আন্তর্জাতিক
- সংকট সমাধানে কিয়েভ সফরে জার্মান চ্যান্সেলর
সংকট সমাধানে কিয়েভ সফরে জার্মান চ্যান্সেলর

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ
ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দেশটির রাজধানী কিয়েভ সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। সোমবার দেশটির তিনি কিয়েভ সফর করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এবং আজ মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এর আগে যুদ্ধ এড়িয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ওলাফ শলৎজ গত সপ্তাহে ওয়াশিংটন ও প্যারিস সফর করেন।
কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে জার্মান চ্যান্সেলর ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন। ইউক্রেনকে আরও ১৫০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর।
তবে শিগগির ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করেছেন ওলাফ শলৎজ। একই সঙ্গে কিয়েভের চাহিদা অনুযায়ী জার্মান অ্যান্টিট্যাংক মিসাইল সরবরাহের বিষয়টি তিনি নাকচ করেছেন।
জার্মানির অস্ত্র সরবরাহের জন্য ইউক্রেনের দাবি সম্পর্কে চ্যান্সেলর বিস্তারিতভাবে কিছু বলেননি। তিনি শুধু সংকটময় এলাকায় অস্ত্র রপ্তানিসংক্রান্ত জার্মান আইনের কথা উল্লেখ করেছেন।
ইউক্রেন বারবার জার্মানির অস্ত্র সরবরাহে অস্বীকৃতির সমালোচনা করে আসছিল। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ গত রোববার বার্লিনে বলেছিলেন, ইউরোপের শান্তির জন্য অত্যন্ত গুরুতর হুমকি—এমন এলাকায় নীতিগতভাবে মারাত্মক অস্ত্র সরবরাহ করতে চায় না জার্মানি।
মন্তব্য করুন