- আন্তর্জাতিক
- ভারতীয় নয় বিজেপি না হলে নিস্তার নেই : মেহবুবা মুফতি
ভারতে হিজাব বিতর্কে আদালতে শুনানি
ভারতীয় নয় বিজেপি না হলে নিস্তার নেই : মেহবুবা মুফতি

ভারতে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। রোববার বিষয়টি নিয়ে বিজেপির সমালোচনা করেন তারা। মেহবুবা মুফতি বলেন, মুসলমানদের শুধু ভারতীয় নয়, বিজেপি হতে হবে। না হলে নিস্তার নেই। অন্যদিকে ভোটে জিততে বিজেপি ধর্মকে আঘাত করছে বলে মন্তব্য করেছেন ফারুক আবদুল্লাহ। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিজাব বিতর্ক আরও উস্কে দিয়েছেন। তিনি বলেন, ভারত সংবিধান মেনে চলবে, শরিয়াহ আইন নয়। এ ছাড়া বিজেপির বিধায়ক রাঘবেন্দ্র সিং মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে বলেন, 'আমি ফের নির্বাচিত হলে মুসলমানরা মাথার টুপি থেকে তিলক পরবে।' গতকাল সোমবার হিজাব বিতর্ক নিয়ে আদালতে শুনানির মধ্যেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন বিজেপি নেতারা।
মেহবুবা বলেছেন, বিজেপি আসলে হিজাবে থামবে না। তারা এরপর মুসলমানদের অন্য প্রতীকগুলো নিয়ে বিতর্কের সৃষ্টি করবে এবং পরে সবকিছুই মুছে ফেলতে চাইবে। তাদের হিসাবে, ভারতীয় মুসলমানদের জন্য শুধু একজন ভারতীয় হওয়াই যথেষ্ট নয়, তাদেরও বিজেপি হতে হবে। মেহবুবা তার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় সীমান্ত জেলা সফরের সময় বিজেপিকে তীব্র আক্রমণ করে এসব কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি নির্বাচনে সুবিধা পেতে পরিস্থিতির মেরূকরণ করতে চায় এবং এটি মুসলিম শিশুকন্যাদের শিক্ষা থেকে দূরে রাখার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। হিজাব বিতর্কে দুটি ষড়যন্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ নির্বাচনে সুবিধা পাওয়া এবং মুসলিম ছাত্রীদের শিক্ষা থেকে দূরে রাখা।
এদিকে এনসি সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকেরই তাদের ইচ্ছামতো পরার ও খাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুশীলনেও স্বাধীন। কিন্তু সমাজে কিছু কট্টরপন্থি মানুষ রয়েছে, যারা সাম্প্রদায়িক ইস্যুতে মানুষকে বিভক্ত করে নির্বাচনে জয়ী হওয়ার প্রয়াস চালাচ্ছে। আর এ কারণেই তারা একটি ধর্মকে আক্রমণ করছে।
এদিকে গতকাল হিজাব পরার অধিকার চেয়ে কর্ণাটক হাইকোর্টে করা এক মামলার শুনানি চলছে। শুনানি শেষে জানা যাবে, কী রায় দেন রাজ্য হাইকোর্ট। খবর এনডিটিভি ও এবিপি নিউজের।
মন্তব্য করুন