- আন্তর্জাতিক
- ভারতে করোনায় আরও ৩৪৭ মৃত্যু, শনাক্ত ২৭৪০৯
ভারতে করোনায় আরও ৩৪৭ মৃত্যু, শনাক্ত ২৭৪০৯

ছবি: সংগৃহীত
ভারতে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৩৫৮ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। দেশটিতে মোট মোট আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৯৪৩।
মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী জিনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগের দিন অর্থ্যাৎ রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় ৩৪৬ জনের মৃত্যু হয়। আর নতুন রোগী শনাক্ত হয় ৩৪ হাজার ১১৩ জন। এ ছাড়া ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে।
এদিকে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করার পরামর্শ দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে।
মন্তব্য করুন