- আন্তর্জাতিক
- ইউক্রেন সংকট সমাধানে এখনও আশাবাদী বাইডেন ও বরিস
ইউক্রেন সংকট সমাধানে এখনও আশাবাদী বাইডেন ও বরিস

ছবি: ডয়েচে ভেলে
ইউক্রেন সংকটের একটি কূটনীতিক সমাধানের ব্যাপারে এখনও আশাবাদী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক ফোনালাপে এ আশাবাদ ব্যক্ত করেন। দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ফোনালাপ হয়।
ফোনালাপে দুই দেশের নেতা বলেন, ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সব আশা শেষ হয়ে যায়নি। সংকট সমাধানে এখনও একটি সমঝোতা সম্ভব। খবর বিবিসির।
তবে বাইডেন ও বরিস সতর্ক করে বলেন, ইউক্রেন পরিস্থিতি এখনও নাজুক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিসের ফোনালাপের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
বিবৃতিতে বলা হয়, উভয় নেতা তাদের মধ্যকার ফোনালাপে বলেছেন, ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে কূটনীতির গুরুত্বপূর্ণ উপায় এখনও রয়েছে।
মন্তব্য করুন