- আন্তর্জাতিক
- মহড়া শেষে রুশ সৈন্য প্রত্যাহার হচ্ছে: মস্কো
মহড়া শেষে রুশ সৈন্য প্রত্যাহার হচ্ছে: মস্কো

ছবি: আরটি
বেলারুশে সামরিক মহড়া শেষে রুশ সৈন্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেন সীমান্ত লাগোয়া বেলারুশে এই মহড়া শেষে তাদেরকে রাশিয়ার নিয়মিত ঘাঁটিতে সরিয়ে নেওয়া হবে। মস্কোতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর আগে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছিল, এই মহড়া ইউক্রেন আক্রমণের পূর্বপ্রস্তুতি।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালযের প্রধান মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ দেশটির সেনাপ্রধানদের একটি ভিডিও প্রচারের মাধ্যমে এই খবর প্রকাশ করেন। খবর আরটি-এর।
কোনাশেনকভ বলেন, সেনাদের মহড়া শেষ হলে সব সময়ের মতো তারা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরবে। দক্ষিণ এবং পশ্চিম সেনা বিভাগের ডিভিশনগুলো তাদের মহড়া শেষ করেছে এবং ইতোমধ্যে রেল ও মোটরগাড়িতে তাদের মালামাল বোঝাই করতে শুরু করেছে। আজকে তারা নিজেদের ব্যারাকে ফিরতে শুরু করবে।
তিনি জানান, বিভিন্ন বিভাগের সৈন্যরা আলাদা আলাদাভাবে ফিরবে। ভিডিও ফুটেজে দেখা যায়, সেনারা রেলগাড়িতে মালামাল বোঝাই করছে।
তবে ইউক্রেন সীমান্তে রাশিয়ার জড়ো করা প্রায় এক লাখ সৈন্যে এখনো মোতায়েন রয়েছে। এই সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করে আসছে, মস্কো হয়তো কিয়েভে হামলা চালাতে পারে।
যদিও রাশিয়া বরাবরই বলেছে, হামলা চালানোর কোনো পরিকল্পনা দেশটির নেই। কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।
মন্তব্য করুন