রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনাকে সরিয়ে নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। সৈন্য সরিয়ে নেওয়ার এই খবর ইউক্রেন-রাশিয়ার চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপ বলে ধারণা। কিন্তু এটা কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিছু হটার লক্ষণ?

এই ব্যাপারে জন হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক সের্গেই র‌্যাদচেঙ্কো বলেছেন, রাশিয়ার বয়ান সব সময় এমন যে সে কাউকে হুমকি দিচ্ছে না এবং দেশটির সৈন্যরা শুধু শরীর চর্চা করছে। খবর বিবিসি অনলাইন। 

তিনি পুতিনের কৌশলকে ‘ঝোল রান্নার’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, তিনি (পুতিন) উত্তেজনা তৈরি করছেন এবং তিনি যেমন চান সেইরকম উত্তেজনা তৈরি করতে জ্বালানি কমাতে বাড়াতে পারেন। 

পুতিনের উদ্দেশ্য সম্পর্কে সের্গেই বলেন, পুতিন হয়তো শেষমেষ ইউক্রেনকে ন্যাটোর সদস্য হওয়া থেকে বিরত রাখার চেষ্টায় সফল হবেন না। কিন্তু উত্তেজনা বাড়িয়ে তিনি সম্ভবত ইউক্রেন ও পশ্চিমাদের কাছ থেকে কিছু ছাড় আদায় করতে সক্ষম হবেন। 

তিনি আরও বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ না করে তাহলে পর্যবেক্ষকরা বলবেন, আক্রমণ করা থেকে রাশিয়াকে বিরত রাখা হয়েছে। আর রাশিয়া বলবে, ইউক্রেন আক্রমণ করার ইচ্ছা রাশিয়ার কখনো ছিল না।