- আন্তর্জাতিক
- ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া

বিবিসি অনলাইনে প্রকাশিত ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভস্থ দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে ইউক্রেনে রুশ হামলার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।
বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের পাশের এক ভবনের বড় ধরনের আগুন থেকে ওই ধোঁয়া উড়তে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ইউফর্ম পরা লোকজনকে আগুনে ব্যাগ ছুড়তে দেখেছেন। প্রতিরক্ষা গোয়েন্দা সদর দপ্তরের কোনো ক্ষতি হয়নি।
এ দিকে ইউক্রেন বলেছে, বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ চালানোর রাশিয়ার ঘোষণার পর তাদের কিছু সেনা কমান্ড সেন্টার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন। এ দিকে রুশ হামলায় এখন পর্যন্ত নিজেদের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
মন্তব্য করুন