- আন্তর্জাতিক
- কিয়েভের প্রান্তে রুশ সৈন্যরা, আন্তোনভ বিমান ঘাঁটি দখল
কিয়েভের প্রান্তে রুশ সৈন্যরা, আন্তোনভ বিমান ঘাঁটি দখল

কিয়েভের উত্তর-পশ্চিম উপকন্ঠে সাঁজোয়া যানসহ ইউক্রেন সৈন্যদের একটি দল- সংগৃহীত ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রান্তে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। কিয়েভ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমান ঘাঁটি দখলে নিয়েছে তারা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুশ সৈন্যরা আন্তোনভ বিমান ঘাঁটি দখলের মাধ্যমে ইউক্রেনে অভিযানের প্রথম দিনই একেবারে রাজধানী পর্যন্ত পৌঁছে যাওয়ার ক্ষমতা দেখিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাল্টা হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিয়েভের বাইরে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন রুশ সৈন্যরা হয়ত সাঁজোয়া বাহিনীর জন্য অপেক্ষা করবে না হয় ওই ঘাঁটি থেকে নিজেরাই কিয়েভের ওপর হামলা শুরু করবে। ব্যাপারটি যে কোনো সময় ঘটতে পারে।
কিয়েভে এখন কারফিউ। রুশ বিমান হামলার ভয়ে মাঝে মধ্যে সাইরেন বাজছে। মানুষজনকে নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে। অনেকে পাতাল রেল স্টেশনগুলোতে গিয়ে বসে আছেন।
বৃহস্পতিবার সকাল থেকে হাজার হাজার মানুষ কিয়েভ ছাড়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন।
মন্তব্য করুন