- আন্তর্জাতিক
- ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে বেলারুশে রুশ প্রতিনিধি দল: ক্রেমলিন
ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে বেলারুশে রুশ প্রতিনিধি দল: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের শহর হোমেলে পৌঁছেছে রাশিয়ার এক প্রতিনিধি দল। বার্তাসংস্থা এপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন।
পেসকভ আরও বলেন, 'রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি।'
এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন