- আন্তর্জাতিক
- ৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের
৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

ছবি: এপি
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চারদিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
সোমবার এ দাবি করা হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত চারদিনে প্রায় পাঁচ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ফোর্স রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি ফাইটার জেট, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিবিসি নিশ্চিত হতে পারেনি।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
মন্তব্য করুন