- আন্তর্জাতিক
- আপনাদের রাসায়নিক অস্ত্র কোথায় পড়বে: রাশিয়াকে জেলেনস্কির প্রশ্ন
আপনাদের রাসায়নিক অস্ত্র কোথায় পড়বে: রাশিয়াকে জেলেনস্কির প্রশ্ন

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাসায়নিক বা জৈবিক অস্ত্র তৈরি করছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তার জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘অভিযোগ উঠেছে, আমরা রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘এটি সত্যিই ভয় ধরিয়ে দিয়েছে, কারণ আমরা বারবার আশ্বস্ত হয়েছি: যদি রাশিয়ার পরিকল্পনার বুঝতে হয় তাহলে দেখতে হবে রাশিয়া অন্যদের কিসে অভিযুক্ত করছে।’
জেলেনস্কি বলেন, ‘রাসায়নিক হামলার প্রস্তুতির এই অভিযোগ কেন? আপনারা কি ইউক্রেনকে ‘রাসায়নিকমুক্ত’ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? অ্যামোনিয়া ব্যবহার করে? ফসফরাস ব্যবহার করে? আমাদের জন্য আর কী তৈরি করেছেন?’
ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘কোন রাসায়নিক কিংবা অন্য কোনও ব্যাপক বিধ্বংসী অস্তের উন্নয়ন আমার মাটিতে হচ্ছে না।’
ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, বৃহস্পতিবার ইউক্রেনীয় সরকারের সহায়তায় আরও ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গত দুই দিনে এই সংখ্যা এক লাখের বেশি বলে জানান তিনি।
জেলেনস্কি আরও দাবি করেছেন, হামলার শিকার হওয়ার শহরগুলোতে খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণ সরবরাহের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।
তবে তিনি জানান, মারিয়োপোল এবং কাছের ভলনোকাভা উভয় শহরই অবরুদ্ধ রয়েছে।
মন্তব্য করুন