- আন্তর্জাতিক
- রুশদের বিরুদ্ধে সহিংসতার পোস্টে ব্যবস্থা নেবে না ফেসবুক-ইনস্টাগ্রাম
রুশদের বিরুদ্ধে সহিংসতার পোস্টে ব্যবস্থা নেবে না ফেসবুক-ইনস্টাগ্রাম

রাশিয়ার নাগরিক বা সেনাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রামে সহিংসতার ডাক দিলে ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুমতি দিয়েছে মেটা। অর্থাৎ, এ দুই সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা রাশিয়ানদের বিরুদ্ধে সহিসংসতামূলক স্ট্যাটাস দিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্স অভ্যন্তরীণ ইমেইলের সূত্র দিয়ে এ তথ্য জানায়। খবর তাসের।
কোম্পানির নীতিতে বদল আনার কারণ— ইউক্রেনে রাশিয়ার হামলা।
মেটার ওই চিঠির বরাতে খবরে বলা হয়, রাশিয়ানদের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়ে পোস্ট দিলে সেগুলো অনুমোদন করা হবে। তবে এতে ইউক্রেনে রাশিয়ার সেনাদের হামলার বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এ নীতি কার্যকর হবে— আর্মেনিয়া, আজারবাইজান, হাঙ্গেরি, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন ও এস্তোনিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে পোল্যান্ড, রাশিয়া ও ইউক্রেন থেকে পোস্ট দেওয়া হলে সেগুলো মুছে ফেলা হবে না।
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন টুইট করে এ তথ্য সঠিক বলে নিশ্চিত করেছেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মন্তব্য করুন