- আন্তর্জাতিক
- পাঞ্জাবে যেভাবে 'খেল' দেখাল আম আদমি
এনডিটিভির বিশ্নেষণ
পাঞ্জাবে যেভাবে 'খেল' দেখাল আম আদমি

অরবিন্দ কেজরিওয়াল (বাঁয়ে) ও ভগবত মান সিং
ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথমবারের মতো আম আদমি পার্টি (আপ) জয়লাভ করছে। রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসের ভরাডুবি হয়েছে এ নির্বাচনে। এর আগে সাত দশক ধরে দুই দল কংগ্রেস ও শিরোমণি আকালি দল পাল্টাপাল্টি ক্ষমতায় এসেছে। পাঞ্জাব বিধানসভার আসনসংখ্যা ১১৭। এর মধ্যে ৯২টি আসনে এগিয়ে আছে আম আদমি। কংগ্রেস মাত্র ১৮ আসনে এগিয়ে। গত বছরের তুলনায় ৫৯টি আসন কম পেয়েছে কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার জয় নিশ্চিত হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল বলেন, মানুষ বলছে, কেজরিওয়াল সন্ত্রাসী নন। তিনি দেশের একজন সন্তান এবং সত্যিকারের দেশপ্রেমিক।
ভোটমুখী পাঞ্জাবে বিরোধীরা তাকে 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ করেছিলেন। তিনি তখন নিজেকে ভগত সিংয়ের ভক্ত বলেছিলেন। জানিয়েছিলেন, ভগত সিংক ব্রিটিশরা সন্ত্রাসবাদী বলত। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমিক। বৃহস্পতিবার পাঞ্জাবে বিপুল জয়ের পরিপ্রেক্ষিতে আবার ভগত সিংকে টেনে সে কথার উত্তর দিলেন কেজরিওয়াল। বক্তৃতায় তুলে আনলেন তার একটি উক্তি। জানালেন, মানুষকে সুষ্ঠু ও উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়াই আপের লক্ষ্য।
পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টির বিজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রধান হিসেবে দেখা হচ্ছে।
পাঞ্জাবে কংগ্রেস ও শিরোমণি আকালি দলই বিগত সময়ে ক্ষমতায় থেকেছে। মানুষ আকালি ও কংগ্রেসকে মুদ্রার এপিঠ-ওপিঠ মনে করেছে। এই দুই দলের বাইরে এসে মানুষ পরিবর্তন চেয়েছে।
কেজরিওয়াল রাজধানী দিল্লি বিজয় করে এবং সেখানে সরকার পরিচালনা করে এক অনন্য নজির স্থাপন করেছেন। যার বার্তা পাঞ্জাবে পৌঁছেছে। এ ছাড়া নবীন ভোটার ও নারীরা এবার একটি নতুন দল আম আদমিকে ঢেলে ভোট দিয়েছে।
অন্যদিকে পাঞ্জাবের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভগবত মান সিংকে এবারের নির্বাচনী প্রচারে দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে আম আদমি। পাঞ্জাবের অনেক মানুষের মধ্যে তার প্রবল জনপ্রিয়তা। আম আদমির পাঞ্জাবে খেল দেখানোর পেছনে এটিও একটি কারণ।
ভারতে এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন এবং তারপর তাদের দাবির প্রতি সরকারের নতিস্বীকার এবারের নির্বাচনে আম আদমির বিজয়ে ভূমিকা রেখেছে।
ভোটমুখী পাঞ্জাবে বিরোধীরা তাকে 'সন্ত্রাসবাদী' বলে আক্রমণ করেছিলেন। তিনি তখন নিজেকে ভগত সিংয়ের ভক্ত বলেছিলেন। জানিয়েছিলেন, ভগত সিংক ব্রিটিশরা সন্ত্রাসবাদী বলত। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমিক। বৃহস্পতিবার পাঞ্জাবে বিপুল জয়ের পরিপ্রেক্ষিতে আবার ভগত সিংকে টেনে সে কথার উত্তর দিলেন কেজরিওয়াল। বক্তৃতায় তুলে আনলেন তার একটি উক্তি। জানালেন, মানুষকে সুষ্ঠু ও উন্নতমানের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়াই আপের লক্ষ্য।
পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টির বিজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে প্রধান হিসেবে দেখা হচ্ছে।
পাঞ্জাবে কংগ্রেস ও শিরোমণি আকালি দলই বিগত সময়ে ক্ষমতায় থেকেছে। মানুষ আকালি ও কংগ্রেসকে মুদ্রার এপিঠ-ওপিঠ মনে করেছে। এই দুই দলের বাইরে এসে মানুষ পরিবর্তন চেয়েছে।
কেজরিওয়াল রাজধানী দিল্লি বিজয় করে এবং সেখানে সরকার পরিচালনা করে এক অনন্য নজির স্থাপন করেছেন। যার বার্তা পাঞ্জাবে পৌঁছেছে। এ ছাড়া নবীন ভোটার ও নারীরা এবার একটি নতুন দল আম আদমিকে ঢেলে ভোট দিয়েছে।
অন্যদিকে পাঞ্জাবের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভগবত মান সিংকে এবারের নির্বাচনী প্রচারে দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে আম আদমি। পাঞ্জাবের অনেক মানুষের মধ্যে তার প্রবল জনপ্রিয়তা। আম আদমির পাঞ্জাবে খেল দেখানোর পেছনে এটিও একটি কারণ।
ভারতে এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন এবং তারপর তাদের দাবির প্রতি সরকারের নতিস্বীকার এবারের নির্বাচনে আম আদমির বিজয়ে ভূমিকা রেখেছে।
মন্তব্য করুন