রুশ হামলা শুরুর পর থেকে মস্কোর ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে পশ্চিমারা। মস্কোকে রুখতে সরাসরি রণাঙ্গনে না নেমে তাদের অর্থনীতি বিপর্যস্ত করতে বিধিনিষেধ দেওয়া অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ রুশ ধনকুবের ও ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। হামলায় বিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি চাঙ্গা করতে দেড় ট্রিলিয়ন ডলারের সহায়তা দিতে মার্কিন পার্লামেন্টে ভোট চলছে। এ ছাড়া কিয়েভকে সহায়তায় এক দশমিক ৪ বিলিয়ন ডলারের জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। এ প্রেক্ষাপটে প্রতিরোধ বাহিনীকে শক্তিশালী করতে দ্রুত সমরাস্ত্র ও গোলাবারুদ সরবরাহে তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। খবর এএফপি ও আলজাজিরার।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে বহুমুখী আক্রমণ শুরু করে রাশিয়া। তাদের প্রতিরোধে লড়ছেন ইউক্রেনীয় সেনারা। বুধবার রাতভর ও গতকালও বিভিন্ন অঞ্চলে হামলা-প্রতিরোধের খবর পাওয়া গেছে। গতকাল এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। তবে এ যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব।
এমন প্রেক্ষাপটে কিয়েভের জন্য অতিরিক্ত সহায়তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ফোন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ফোনালাপে মানবিক সহায়তা এবং অতিরিক্ত অস্ত্রের জন্য আলোচনা করেন কুলেবা। পরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া নির্বিচারে বেসামরিক আবাসনে হামলা চালাচ্ছে। এ ছাড়া দুই দেশের শীর্ষ কূটনীতিকের আলোচনায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ইউক্রেনকে সহায়তা দিতে ভোটাভুটিও চলছে। কিয়েভকে এক দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া সংক্রান্ত একটি বিলে হাউস অব রিপ্রেজেন্টেটিভের বেশিরভাগ আইনপ্রণেতা ভোট দিয়েছেন। পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি পাস হলে এটি যাবে উচ্চকক্ষ সিনেটে। এই বিলের আওতায় আগামী সেপ্টেম্বরের মধ্যে ইউক্রেনের জন্য ১৩ দশমিক ৬ বিলিয়ন অর্থ দেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার।
গতকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ জানায়, ইউক্রেনে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করতে শিগগিরই মার্কিন নাগরিকদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তারা বলছে, মস্কোর হামলা রুখতে রাশিয়ায় রপ্তানি করার ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও ইউক্রেনে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীদের অনুমোদন দেবে সংস্থাগুলো।
বাণিজ্য বিভাগের মুখপাত্র বলেন, ইউক্রেনের সহায়তার জন্য হাজারো সমরাস্ত্র ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ সহায়তা দিচ্ছেন মার্কিনিরা।
এ ছাড়া ইউক্রেনীয়দের সহায়তায় এক দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি তহবিল অনুমোদন দিয়েছে আইএমএফ। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং জরুরি প্রয়োজন মেটানোর জন্য কিয়েভকে সহায়তা হিসেবে দিতে এ অর্থ অনুমোদন দেয় সংস্থাটির নির্বাহী বোর্ড।
চলতি বছর ইউক্রেনে বড় ধরনের মন্দার আশঙ্কা প্রকাশ করে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের জন্য ইউক্রেনে রাশিয়ার হামলাই দায়ী। যুদ্ধ চলমান থাকায় অর্থনৈতিক চাহিদা তাৎপর্যপূর্ণভাবে বড়, জরুরি ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন যুদ্ধ শেষ হলেও সম্ভবত ইউক্রেনের বড় ধরনের অতিরিক্ত বড় সহায়তা প্রয়োজন হবে।
আইএমএফের এ কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কর্তৃপক্ষ সংস্থাটির সঙ্গে ঋণচুক্তি প্রত্যাখ্যান করেছে। তবে দেশটির পুনর্বাসন ও উন্নয়ন লক্ষ্য করে অর্থনৈতিক পরিকল্পনায় অর্থায়নের মাধ্যমে কিয়েভের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখা হবে।
রুশ হামলার কারণে ইউক্রেনকে সহায়তার পাশাপাশি মস্কোকে দুর্বল করতে চলছে নানামুখী তৎপরতা। এর অংশ হিসেবে ফুটবল ক্লাব চেলসির মালিক আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। যুক্তরাজ্য যে সাতজন ধনকুবেরের সম্পত্তি জব্দ করেছে, তাদের একজন হচ্ছেন এই আব্রামোভিচ।
রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠতা থাকার অভিযোগে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আব্রামোভিচ।