ইউক্রেনে চলমান আগ্রাসনে প্রথমবারের মতো রুশ হামলার শিকার হয়েছে লুটস্ক ও ডিনিপ্রো। এর আগে দুই শহরের কোনোটিতেই সরাসরি গোলাবর্ষণ করা হয়নি। ইউক্রেনের অভ্যন্তরে পরস্পরের বিপরীত দিকে শহর দুটি অবস্থিত।

শুক্রবার ইউক্রেনীয় টিভি এবং সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, লুটস্ক ও ডিনিপ্রোতে হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুটস্ক শহরের একটি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এছাড়া একটি কারখানাতেও হামলা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই কারখানায় কেবল নির্দিষ্ট ধরনের যুদ্ধবিমানের ইঞ্জিন মেরামত করা সম্ভব।

ডিনিপ্রো শহরে তিনটি বিস্ফোরণের খবর দিয়েছে ইউক্রেনীয় সংবাদমাধ্যম। এর মধ্যে একটি দোতলা জুতার কারখানা ভবনে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা। অপর দুটি বিস্ফোরণের একটি এক কিন্ডারগার্টেনের কাছে এবং অপরটি একটি বহুতল আবাসিক ভবনের কাছাকাছি ঘটেছে বলে দাবি করেছে তারা।