ইউক্রেনের ডিনিপার নদীর তীরবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে রাশিয়ান বাহিনীর হামলায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ইউক্রেনীয় টিভি এবং সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিবি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে যে, শুক্রবারের রুশ বিমান হামলায় ডিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) বলছে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে, শহরে তিনটি বিমান হামলা হয়েছে। এর মধ্যে একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে আঘাত করেছে।'

এছাড়া একটি বিমান হামলায় একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে বলে জানিয়েছে এসইএস।


এদিন ডিনিপ্রো ছাড়াও ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত লুটস্ক শহরও বিমান বোমা হামলার শিকার হয়েছে।

ইউক্রেনে চলমান আগ্রাসনে প্রথমবারের মতো রুশ হামলার শিকার হয়েছে লুটস্ক ও ডিনিপ্রো। এর আগে দুই শহরের কোনোটিতেই সরাসরি গোলাবর্ষণ করা হয়নি। ইউক্রেনের অভ্যন্তরে পরস্পরের বিপরীত দিকে শহর দুটি অবস্থিত।