- আন্তর্জাতিক
- ইউক্রেনের আরও এক শহরে হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের আরও এক শহরে হামলা চালিয়েছে রাশিয়া

লুৎস্ক, ডিনিপ্রোর পর এবার ইউক্রেনের আরও এক শহরে রুশ হামলার খবর পাওয়া গেছে।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে লুৎস্ক ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে হামলার বিষয় স্বীকার করেছে রাশিয়া।
স্থানীয় সংবাদমাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।
মস্কোর এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ইউক্রেনের পশ্চিমের শহরে দুটি সামরিক বিমানঘাঁটিতে ‘নির্ভুল ও দূর পাল্লার হামলা’ চালানো হয়েছে।
ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরের মেয়র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে তিনি বলেন, ফ্রাঙ্কিভস্কে হামলা চালিয়েছে শত্রুরা।
সিটি মেয়র ফেসবুকে হামলার ছবি ও ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ক্রিখিভৎসি, চুকালিভকা, অপরিশিভৎসি ও গোরোদক জেলার বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মন্তব্য করুন