- আন্তর্জাতিক
- ভলনোভাখা দখলে নেওয়ার দাবি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের
ভলনোভাখা দখলে নেওয়ার দাবি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের

ছবি: রিয়া নিউজ এজেন্সি
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের ভলনোভাখা শহর দখলে নেওয়ার দাবি করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম রিয়া নিউজ এজেন্সি। খবর বিবিসির।
লুৎস্ক, ডিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ শুক্রবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলার খবর মিলছে।
ভলনোভাখা শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অবরুদ্ধ মারিওপোল শহরের উত্তরে অবস্থিত।
রিয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একদল সেনা ভলনোভাখা শহর মুক্ত করেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মন্তব্য করুন