ইউক্রেনে রুশ হামলা ১৬ দিনে গড়িয়েছে। এই সংঘাতে দেশটি থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে এই সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।

শুক্রবার বিকেলে এক টুইটে তিনি এ তথ্য দেন। ওই টুইটে তিনি এও বলেন, দুঃখজনকভাবে ইউক্রেনের ভেতরে আরও ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই অর্থহীন যুদ্ধের করণে লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।


এদিকে শুক্রবার ইউক্রেনে নতুন করে তিন শহরে হামলা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হন।

এ দিন ভোরে প্রথমবারের মতো বিস্ফোরণের কবলে পড়ে লুৎস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের কয়েকটি শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠেছিল।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস) দিনিপ্রোতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, ভোর ৬টা ১০ মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা হয়। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলার আঘাত লাগে। বিমান হামলায় একটি জুতার কারখানাতেও আগুন ধরে যায়।