ক্রোয়েশিয়ায় সোভিয়েত আমলের একটি সামরিক ড্রোন রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের মেয়র টমিস্লাভ তোমাসেভিচ বলেছেন, এটি একটি অলৌকিক ঘটনা; বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাগ্রেব শহরে একটি প্লেন আকারের সন্দেহভাজন সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের মতে, মনুষ্যবিহীন ড্রোনটি রাশিয়ার তৈরি; ‘তবে এটি ইউক্রেনীয় না রাশিয়ার সেনাবাহিনীর মালিকানাধীন, তা জানা যায়নি’।

একটি অনানুষ্ঠানিক সূত্র বিবিসিকে জানিয়েছে, এটি সোভিয়েত আমলের ‘টিইউ-১৪১’ ড্রোন হতে পারে, যা ইউক্রেনের সামরিক বাহিনীর মাধ্যমে পারিচালিত হয়ে আসছিল।

জাগ্রেবের মেয়র বলেন, জারুনের দক্ষিণ-পশ্চিম শহরতলীর বেশ কয়েকটি এলাকায় ড্রোনটির টুকরো পাওয়া গেছে। কেউ নিহত হয়নি, এটা ভাগ্যের ব্যাপার। এটি একটি বড় এয়ারক্রাফ্ট বলেও মন্তব্য করেন তিনি।

ক্রোয়েশিয়ান নেতারা বলছেন, ড্রোনটি হাঙ্গেরির ওপর দিয়ে ৪০ মিনিটের জন্য উড়েছিল এবং এরপরে জাগ্রেবে বিধ্বস্ত হওয়ার আগে আরও সাত মিনিটের জন্য ক্রোয়েশিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল।

ক্রোয়েশিয়ানদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেন, এ ধরনের ঘটনা সংঘাতের সময় ঘটে। ড্রোনটি ক্রোয়েশিয়ার দিকে পরিচালিত হয়েছিল বলে মনে হয় না।