ইউক্রেনের সেনাবাহিনীর হাতে রাশিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি করে।

ওই কর্মকর্তা মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ রাশিয়ার পূর্ব সামরিক জেলায় সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো এ তথ্য দেন। খবর বিবিসির

তবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্যও করা হয়নি।

প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনে একই পদমর্যাদার আরও অন্তত দুই কর্মকর্তা নিহত হন বলে দাবি করে ইউক্রেন কর্তৃপক্ষ।

তখন পশ্চিমা কর্মকর্তারা বলেন, রাশিয়ার এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপদের মুখে পড়াটা তাদের অগ্রগতি স্থবির হয়ে পড়ার লক্ষণ হতে পারে।

ইউক্রেনে রুশ হামলা ১৬ দিনে গড়িয়েছে। শুক্রবার ইউক্রেনে নতুন করে তিন শহরে হামলা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হন।

এ দিন ভোরে প্রথমবারের মতো বিস্ফোরণের কবলে পড়ে লুৎস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের কয়েকটি শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠেছিল।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস) দিনিপ্রোতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, ভোর ৬টা ১০ মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা হয়। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলার আঘাত লাগে। বিমান হামলায় একটি জুতার কারখানাতেও আগুন ধরে যায়।