- আন্তর্জাতিক
- মধ্যপ্রাচ্য থেকে ‘হাজার হাজার’ যোদ্ধা যোগ দিতে পারে: রুশপন্থি নেতা
মধ্যপ্রাচ্য থেকে ‘হাজার হাজার’ যোদ্ধা যোগ দিতে পারে: রুশপন্থি নেতা

ছবি: আল-জাজিরা
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সরকার প্রধান ও রুশপন্থি নেতা ডেনিস পুশিলিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার যোদ্ধা যোগ দিতে পারে।
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছিলেন, মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি মানুষের আবেদন পেয়েছে রাশিয়া কর্তৃপক্ষ, যারা ইউক্রেনে রাশিয়ান সেনা বাহিনীর সঙ্গে যোগ দিয়ে লড়াই করতে আগ্রহী। শনিবার এই খবর দিয়েছে আল-জাজিরা।
উল্লেখ্য, শনিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৭ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
মন্তব্য করুন