অপহরণের শিকার ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে ছেড়ে দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

পাঁচ দিন আগে মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণ করা হয় বলে খবর বের হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্টর এক জেষ্ঠ্য সহযোগী বলেন, আটক নয় রুশ সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে মেলিটোপোলের মেয়রকে ছেড়ে দিয়েছে রাশিয়া।

মেয়র ইভান ফেদরভের অপহরণের ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘সন্ত্রাসের নতুন পর্যায়’ শুরুর অভিযোগ আনেন।

জেলেনস্কির সহযোগী দারিয়া জারিভনায়া টেলিভিশনে এক বক্তৃতায় বলেন, যেসব রুশ সেনাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের জন্ম ২০০২-০৩ এর মধ্যে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইতো মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশ কিছু শহর দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া বেশ কিছু শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।

জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।