- আন্তর্জাতিক
- রাশিয়ার বিরুদ্ধে মারিওপোলের নাট্যশালায় হামলার অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে মারিওপোলের নাট্যশালায় হামলার অভিযোগ

ধ্বংস হওয়ার আগে স্যাটেলাইট থেকে তোলা ওই থিয়েটারের ছবি
মারিওপোলের একটি নাট্যশালায় রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। সেখানে বহু মানুষ লুকিয়ে ছিলেন। হামলার পর এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে এসব কথা জানান। খবর বিবিসির।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, থিয়েটার ভবনের মূল অংশে বুধবার বোমা আঘাত হেনেছে। এতে বহু মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন।
ধারণা করা হচ্ছে, এ থিয়েটারে এক হাজার ২০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন।
কতজন হতাহত হয়েছেন তা নিরূপণ করা যাচ্ছে না লাগাতার হামলার কারণে, বলা হয় খবরে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লেখেন, মারিওপোলে আবার ভয়ংকর যুদ্ধাপরাধের ঘটনা ঘটল। একটি নাট্যশালায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা, যেখানে শত শত নিরপরাধ মানুষ আশ্রয় নিয়েছিলেন। ভবনটি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মারিওপোলকে রক্ষা করুন! রাশিয়ানদের যুদ্ধাপরাধ থামান।
টুইটে ওই থিয়েটারে হামলার আগে ও পরের ছবি যুক্ত করে দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।
তবে ধ্বংসের পরের ছবিটি যাচাই করতে পারেনি বিবিসি।
মারিওপোলে সংঘাত ভয়াবহ রূপ নেওয়ার অন্যতম কারণ হলো— এ শহর আজভ সাগরের এমন এক জায়গায় অবস্থিত যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ান বাহিনী এবং পূর্ব ইউক্রেনে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সেনাদের বিভক্ত করে রেখেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
মন্তব্য করুন