- আন্তর্জাতিক
- ৭ হাজার রুশ সেনা নিহত হয়েছেন: নিউইয়র্ক টাইমস
ইউক্রেনে রাশিয়ার হামলা
৭ হাজার রুশ সেনা নিহত হয়েছেন: নিউইয়র্ক টাইমস

ছবি: এএফপি
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে ৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে সেখানে রাশিয়ার সেনাবাহিনীর ৭ হাজারের বেশি সেনা গত তিন সপ্তাহে নিহত হয়েছেন।
ওই কর্মকর্তারা সতর্ক করে বলেন, এ সংখ্যা পাওয়া গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইউক্রেনের দেওয়া সংখ্যা, রাশিয়ার দেওয়া সংখ্যা, স্যাটেলাইট ইমেজ এবং রাশিয়া ট্যাংক ও সেনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন ভিডিও বিশ্লেষণ করে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, যুদ্ধে ইতোমধ্যে রাশিয়ার ১৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন।
যদিও রাশিয়ার দাবি, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।
জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইতো মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশ কিছু শহর দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া বেশ কিছু শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।
মন্তব্য করুন