- আন্তর্জাতিক
- 'পুতিন ও মস্কোর ক্ষমতা বুঝতে পশ্চিমারা ব্যর্থ'
'পুতিন ও মস্কোর ক্ষমতা বুঝতে পশ্চিমারা ব্যর্থ'

আলফা ব্যাংকের স্বত্বাধিকারী মিখাইল ফ্রিডম্যান
রাশিয়ার অন্যতম প্রভাবশালী এক ধনকুবের বলেছেন, পশ্চিমাদের কোনো নিষেধাজ্ঞাই ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে তার আক্রমণ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না। একইসঙ্গে পশ্চিমাদের সতর্ক করে তিনি জানান, মস্কোর ক্ষমতা কীভাবে কাজ করে তা বুঝতে ব্যর্থ হচ্ছে তারা।
বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আলফা ব্যাংকের স্বত্বাধিকারী ধনকুবের মিখাইল ফ্রিডম্যান ব্লুমবার্গ নিউজকে বলেন, প্রভাবশালী রুশ ধনকুবেরদের দিয়ে পুতিনকে চাপ দিতে বাধ্য করার চেষ্টা পশ্চিমাদের একটি অবাস্তব লক্ষ্য।
ফ্রিডম্যান বলেন, ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বে থাকা লোকেরা যদি বিশ্বাস করে যে, নিষেধাজ্ঞার কারণে আমি পুতিনের সাথে যোগাযোগ করতে পারি এবং তাকে যুদ্ধ বন্ধ করতে বলতে পারি, এবং এটি কার্যকর হবে, তাহলে আমি মনে করি আমরা সবাই বড় সমস্যায় পড়েছি।
তিনি বলেন, এর মানে যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা রাশিয়া কীভাবে কাজ করে সে সম্পর্কে কিছুই বোঝেন না এবং এটি ভবিষ্যতের জন্য বিপজ্জনক।
সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ফ্রিডম্যান নিজেও। কিন্তু তিনি মনে করেন, পুতিনের আশেপাশে থাকা ব্যক্তিদের কেউই তার সাথে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে পারে- এমন সম্ভাবনা নেই।
এই রুশ ধনকুবের আরও বলেন, পুতিন এবং অন্য কারো মধ্যে শক্তিমত্তার দূরত্ব পৃথিবী এবং মহাজাগতিক দূরত্বের মতো। তাই যুদ্ধের বিরুদ্ধে পুতিনকে কিছু বলা কারো জন্য আত্মহত্যার মতো হবে।
মন্তব্য করুন