- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র বোমা মেরে অসংখ্য মানুষকে হত্যা করেছে: রাশিয়া
যুক্তরাষ্ট্র বোমা মেরে অসংখ্য মানুষকে হত্যা করেছে: রাশিয়া

ইউক্রেনে চলমান আগ্রাসনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।
পুতিন সম্পর্কে বাইডেনের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। খবর আরটির।
বৃহস্পতিবার বাইডেনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, ‘তার এই বক্তব্য অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। কারণ, তিনি এমন এক দেশের প্রধান— যে দেশটির বোমাবর্ষণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।’
এর আগে গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেছিলেন, তিনি পুতিনকে যুদ্ধাপরাধী মনে করেন কিনা। ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রথমে ‘না’ বললেও পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ আমি মনে করি, উনি একজন যুদ্ধাপরাধী।’
এরপর মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতি খোলামেলা সমর্থন জানান দেশটির পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ও বাইডেনের মুখপাত্র জেন সাকি। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট বাইডেন তার মন থেকে এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধাপরাধ করেছেন কি না তা নির্ধারণের জন্য একটি পৃথক আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়াটি বর্তমানে পররাষ্ট্র দপ্তরে চলছে।
এর আগে পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের প্রস্তাবে সমর্থন জানায় মার্কিন সিনেট। এর এক দিন পরই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করলেও এই প্রথম পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন।
মন্তব্য করুন