ইউক্রেন আক্রমণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ান অপরাধ লেখক বরিস আকুনিন। তিনি মনে করেন, ইউক্রেনে রুশ আগ্রাসনই পুতিনের অধীনে রাশিয়ার শেষ অধ্যায়ের শুরু করেছে।

তিনি জানান, বিশ্বের সামনে আরেকটি, আরও ভালো রাশিয়া উপস্থাপন করতে রাশিয়ানদের অবশ্যই একত্রিত হতে হবে। একইসঙ্গে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের সাহায্য করার জন্য তাদের যথাসাধ্য করতে হবে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নৃত্য কিংবদন্তি মিখাইল বারিশনিকভ এবং অর্থনীতিবিদ সের্গেই গুরিভের সঙ্গে মিলে ট্রু রাশিয়া (TrueRussia.org) নামে ইউক্রেনীয় শরণার্থীদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন বরিস আকুনিন।

বরিস আকুনিনের আসল নাম গ্রিগরি খার্টিশভিলি। তিনি জনপ্রিয় ফান্দোরিন গোয়েন্দা উপন্যাসের লেখক। ২০১৪ সাল থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।

এছাড়া মিখাইল বারিশনিকভ ১৯৭৪ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কানাডায় চলে যান এবং সের্গেই গুরিভ প্যারিসের অর্থনীতির অধ্যাপক, যিনি ২০১৩ সালে রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন।

আকুনিন বিবিসিকে জানান, ইউক্রেনীয় টিভি স্টেশনগুলো প্রতিদিন তাকে তাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ফোন করছে।

তিনি বলেন, কিন্তু এখন আমাকে অবশ্যই রাশিয়ানদের সাথে কথা বলতে হবে। হয়তো আমরা যুদ্ধ বন্ধ করতে পারব না। কিন্তু আমরা মানবিক সংকটে সাহায্য করতে পারি। পুতিনের থেকে পরিত্রাণ পেতে আমাদের অবশ্যই একতাবদ্ধ হতে হবে এবং সবকিছু করতে হবে, যাতে আমরা একটি স্বাভাবিক রাশিয়া পুনর্গঠন করতে পারি।

আকুনিন বলেন, সকল রাশিয়ান যারা সোভিয়েত ইউনিয়ন পতনের পরে ভালো করেছে তারা বর্তমান শাসনের জন্য দায়িত্ব ভাগ করে নিয়েছে এবং এখন তাদের নতুন বাস্তবতার সাথে মোকাবিলা করা উচিত।

রাশিয়ার এই অপরাধ লেখক বলেন, আমি অনুভব করছি যে, আমি একটি ডাইস্টোপিয়ান উপন্যাসে বাস করছি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবারের মতো, আমি ভয় পাচ্ছি যে, পারমাণবিক যুদ্ধের সত্যিকারের হুমকি রয়েছে।