- আন্তর্জাতিক
- রুশ হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে
রুশ হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর মারিওপোলের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর প্রতিদিনের বোমাবর্ষণ ও হামলায় শহরের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইউক্রেনের এক সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেনকো টুইটারে লিখেছেন, মারিওপোল শহরটিকে 'আকাশ থেকে ধ্বংস করা হচ্ছে।'
একইসঙ্গে ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান পুনর্ব্যক্ত করেন এই সাংসদ।
এদিন মারিওপোল শহরের একটি থিয়েটারে হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় প্রাণে বেঁচে যাওয়া নাগরিকদের উদ্ধারে কাজ করছে মারিওপোল শহরের উদ্ধারকারী দলগুলো। এরই মধ্যে মারিওপোলের ৯০ শতাংশ ভবন রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়ার খবরটি প্রকাশ্যে এলো।
জানা যায়, বৃহস্পতিবার রুশ হামলার শিকার মারিওপোলের ওই থিয়েটারে অন্তত ১ হাজার লোক ছিল। যাদের বেশিরভাগ নারী ও শিশু।
এদিকে ইউক্রেনীয় গণমাধ্যম বলছে, হামলার পরও মারিওপোলে গোলাগুলি অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পুরো শহজুড়েই ভারী গোলাবর্ষণ করা হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।
মন্তব্য করুন