ইউক্রেনের মেরেফা শহরে রাশিয়ান বাহিনীর বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেরেফার মেয়র ভেনিয়ামিন সিতভ। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার মেরেফার মেয়রের বরাত দিয়ে সংবাদসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে খারকিভের কাছাকাছি অবস্থিত মেরেফার একটি স্কুল এবং একটি কমিউনিটি সেন্টারে রাশিয়ার সেনারা বোমাবর্ষণ করে।

রুশ বাহিনী ওই এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করার কারণে খারকিভ অঞ্চলে আজ ভারি বোমাবর্ষণ চলেছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় প্রসিকিউটর অফিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসিকিউটরের বিবৃতিসহ প্রসিকিউটর অফিসের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, কয়েক তলা বিশিষ্ট একটি ভবনের মাঝখানে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ভবনের জানালাগুলো উড়ে গেছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশে রক্তক্ষয়ী সংঘাত চলছে। বৃহস্পতিবার দুই দেশের মধ্যকার সংঘাত ২২তম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে দুই পক্ষ থেকেই হতাহতের খবর পাওয়া যাচ্ছে।