- আন্তর্জাতিক
- শান্তি আলোচনায় গড়িমসি পাল্টাপাল্টি অভিযোগ
ইউক্রেনে রাশিয়ার হামলা
শান্তি আলোচনায় গড়িমসি পাল্টাপাল্টি অভিযোগ

শান্তি আলোচনা নিয়ে কিয়েভের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করেছে মস্কো। কিছু বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছালেও কিয়েভ অযথা সময়ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অভিযোগের বিষয়ে কিয়েভ কোনো প্রতিক্রিয়া না জানালেও ফ্রান্স পাল্টা অভিযোগ করে বলেছে, আলোচনা নিয়ে নাটক করছে রাশিয়া। তবে এক দিন আগেও আলোচনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্র্রিয়ান গতকাল বৃহস্পতিবার বলেন, ইউক্রেন দায়িত্বের সঙ্গে খোলামনে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়া হঠকারিতা করে আলোচনা ও হামলা একই সঙ্গে চালু রেখেছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইউক্রেনের কাছ থেকেই বরং সাড়া পাওয়া যাচ্ছে না। দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের প্রতিনিধি দল ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং অপর পক্ষের তুলনায় আরও বেশি তৎপরতা প্রদর্শন করছে। কিন্তু কিয়েভ এ ব্যাপারে নিশ্চল ভূমিকা পালন করছে।
মস্কো ও কিয়েভের চলমান শান্তি আলোচনার মধ্যেই হুমকি-পাল্টা হুমকি দিয়ে চলেছে ইউক্রেন ও রাশিয়া। তাতে সুর চড়াচ্ছে যুক্তরাষ্ট্রও। একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে দুই পক্ষ অনলাইন আলোচনায় অগ্রগতির কথা স্বীকার করলেও জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও জার্মানির সাংসদে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও সহযোগিতা চেয়েছেন। ইউক্রেনে আরও সাহায্য পাঠানোর জন্য মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ করার এক দিন পর জেলেনস্কি ভার্চুয়াল মাধ্যমে জার্মানির সংসদে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি সতর্ক করেছেন, রাশিয়া ইউরোপে স্বাধীনতা ও বন্ধনের মধ্যে একটি নতুন 'দেয়াল' তৈরি করছে। এ সময় তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজকে এটি ভেঙে ফেলার আহ্বান জানান। তার এই আহ্বান স্নায়ুযুদ্ধ চলাকালীন বার্লিন প্রাচীর ভাঙার ব্যাপারে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রতি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আহ্বানকে মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জার্মান এমপিরা। জার্মান সংসদে ভাষণ দেওয়ার পর তারা সবাই যুদ্ধকালীন নেতৃত্বের জন্য জেলেনস্কির প্রশংসা করেন। জেলেনস্কি বর্তমানে ভার্চুয়ালি পশ্চিমা দেশগুলোর পার্লামেন্ট সফর করছেন।
এদিকে, সংকট সমাধানের লক্ষ্যে গতকালও অনলাইন আলোচনায় বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে দু'পক্ষই। তবে আলোচনার টেবিলের বাইরে দু'পক্ষের মধ্যে বাদানুবাদ চলছেই। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনকে প্রথমবারের মতো 'যুদ্ধাপরাধী' বলে অভিহিত করেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠান শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি, পুতিন একজন যুদ্ধাপরাধী। মার্কিন কংগ্রেসে দেওয়া জেলেনস্কির ভাষণের পরপরই বাইডেন এ মন্তব্য করেন। বাইডেনের এ মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, 'তিনি মন থেকে এ কথা বলেছেন এবং টেলিভিশনে যা দেখছেন, তা-ই বলেছেন।' এরপর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন মন থেকে এই কথা বলেছেন।
এদিকে, ক্রেমলিন এ মন্তব্যকে 'ক্ষমার অযোগ্য' বাগাড়ম্বর বলে অভিহিত করেছে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, 'একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরনের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে যাদের ছোড়া বোমায় সারা দুনিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছে।' বাইডেনের বক্তব্যের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারদ নতুন করে আরও একটু চড়েছে বলে মনে করা হচ্ছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতায় আগ্রহী তুরস্ক :খুব দ্রুত একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে ভদ্মাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতির লক্ষ্যে এ আহ্বান জানান তিনি। এ বিষয়ে দুই পক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এদিকে, শান্তি আলোচনায় একটি সমাপ্তিতে পৌঁছানোর আগে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা তুরস্ককে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের চুক্তির 'গ্যারান্টর' হতে অনুরোধ করেছেন।
বোমা হামলায় ইউক্রেনে নিহত ২১ : ইউক্রেনের মেরেফায় রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ২১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভেনিয়ামিন সিতভ। সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরের দিকে খারকিভের কাছাকাছি অবস্থিত মেরেফার একটি স্কুল ও একটি কমিউনিটি সেন্টারে রাশিয়ার সেনারা বোমাবর্ষণ করে।
এক দিনে এক লাখ শরণার্থী :জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে চব্বিশ ঘণ্টায় এক লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। এ নিয়ে মোট শরণার্থীর সংখ্যা ৩১ লাখ ৭০ হাজারের কাছাকাছি। সংস্থাটি জানায়, দোনেৎস্ক ও লুহানস্ক থেকে ৫০ হাজার শরণার্থী রাশিয়ায় গিয়েছে।
পোল্যান্ডে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা :পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা 'স্কাই সেভার' মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর পাশাপাশি ১০০ সেনা সেটির নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছে লন্ডন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বিবিসি লাইভে এ তথ্য জানান।
শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন :ইউক্রেন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ শুক্রবার কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে গতকাল এ খবর জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অনবরত অভিযোগের মুখেও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপারে নিন্দা জানাতে অস্বীকার করেছে বেইজিং।
রাশিয়াকে ইউক্রেনে অভিযান বন্ধের নির্দেশ আইসিজের :দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। কিয়েভের করা মামলার শুনানির পর গত বুধবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়াকে এ নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এরপর গতকাল আইসিজের নির্দেশ প্রত্যাখ্যান করে এক বিবৃতি দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'আমরা এ সিদ্ধান্ত আমলে নিতে পারব না।' আইসিজের দেওয়া রায় কার্যকরের জন্য রাশিয়া-ইউক্রেন দুই পক্ষকেই একমত হতে হবে।
মন্তব্য করুন