ইসরায়েলে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি দেশটিতে করোনার নতুন এই ধরনে আক্রান্ত দুজনকে পাওয়া গেছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরনটি এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। তবে নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তারা দেখছে না।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট

জানা গেছে, ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে করোনার নতুন ধরনটি শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত।

এর আগে ডেল্টা এবং ওমিক্রনের সমন্বয়ে ডেল্টাক্রন নামে অপর একটি মিশ্র ধরন শনাক্ত হয়েছিল।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, যাদের দেহে করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে, তাদের হালকা জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশির দুর্বলতা ছিল।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ধরনের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা নেওয়া হয়, এই ধরনের ক্ষেত্রেও একই রকম চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে

ইসরায়েলের মহামারি মোকাবেলা বিষয়ক প্রধান সালমার জারকা বলেন, ‘এই মুহূর্তে আমরা নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন নয়। নতুন এই ধরনের কারণে পরিস্থিতি মারাত্মক পর্যায়ে যেতে পারে, এমন আশঙ্কাও আমরা করছি না।’