- আন্তর্জাতিক
- ইউরোপ যাচ্ছে রাশিয়ার সামরিক যান
ইউরোপ যাচ্ছে রাশিয়ার সামরিক যান

জাপানের খুব কাছ দিয়ে রাশিয়ার চারটি বিশাল উভচর বাহনকে পশ্চিম অভিমুখে যেতে দেখা গেছে। বাহনগুলো 'সম্ভবত' ইউরোপের দিকে যাচ্ছে। এমনটাই জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, উভচর যুদ্ধজাহাজ সাধারণত তীরে বিপুল পরিমাণ সেনা ও সরঞ্জাম নামাতে ব্যবহূত হয়। খুব কাছ দিয়ে যাওয়া রাশিয়ার ওই নৌযানগুলোর কিছু ছবিও প্রকাশ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব ছবিতে একটির জাহাজের ডেক সামরিক ট্রাকে ঠাসা বলেই মনে হয়েছে।
এগুলো ইউক্রেনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নৌযানগুলো কোথায় যাচ্ছে, তা জানি না আমরা। তবে ওই দিকেই (ইউক্রেন) হতে পারে বলে তাদের যাত্রাপথ ইঙ্গিত দিচ্ছে।
জাপানের সেলফ ডিফেন্স বাহিনীর সমুদ্রে টহল দেওয়া একটি দল মঙ্গলবার প্রথম কয়েক ডজন ট্যাঙ্ক, অন্যান্য সামরিক যান ও কয়েকশ সেনাকে বহনকারী ওই নৌযানগুলো দেখতে পায় এবং বুধবার প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে জাপানের মূল ভূখণ্ড হনশু দ্বীপ এবং হোক্কাইডো দ্বীপকে বিচ্ছিন্ন করা সংকীর্ণ সুরুগা প্রণালির ভেতর দিয়ে জাপান সাগরে প্রবেশ করা পর্যন্ত পর্যবেক্ষণে রাখে।
জাপানের এত কাছ দিয়ে সুরুগা প্রণালির ভেতর দিয়ে রাশিয়ার জাহাজের যাত্রা বেশ অস্বাভাবিক, বলেছেন সামরিক বাহিনীর ওই মুখপাত্র।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের পাঠানো ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র দিয়ে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়ার সাঁজোয়া ও জ্বালানি ট্রাকগুলোর ব্যাপক ক্ষতিসাধন করেছে। যে কারণে মস্কোর হয়তো তার 'বিশেষ সামরিক অভিযান' চালাতে আরও সেনা এবং নতুন সরঞ্জামের প্রয়োজন পড়ছে। ন্যাটো দেশগুলো এরই মধ্যে ইউক্রেনকে ২০ হাজার ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্রসহ নানা অত্যাধুনিক অস্ত্র দিয়েছে। রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে এই অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হবে বলেও বুধবার জানিয়েছে তারা।
রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনীয় নাগরিকেরা যখন হামলার শিকার হচ্ছে, তখন পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি অনুযায়ী তা অব্যাহত রেখেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দফা অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। মঙ্গলবার দেশটি নতুন করে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। এ ছাড়া রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে অস্ত্র সহায়তার অংশ হিসেবে এবার কিয়েভকে ১০০টি 'কিলার ড্রোন' দিচ্ছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের খবরে বলা হয়েছে, উভচর যুদ্ধজাহাজ সাধারণত তীরে বিপুল পরিমাণ সেনা ও সরঞ্জাম নামাতে ব্যবহূত হয়। খুব কাছ দিয়ে যাওয়া রাশিয়ার ওই নৌযানগুলোর কিছু ছবিও প্রকাশ করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব ছবিতে একটির জাহাজের ডেক সামরিক ট্রাকে ঠাসা বলেই মনে হয়েছে।
এগুলো ইউক্রেনের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নৌযানগুলো কোথায় যাচ্ছে, তা জানি না আমরা। তবে ওই দিকেই (ইউক্রেন) হতে পারে বলে তাদের যাত্রাপথ ইঙ্গিত দিচ্ছে।
জাপানের সেলফ ডিফেন্স বাহিনীর সমুদ্রে টহল দেওয়া একটি দল মঙ্গলবার প্রথম কয়েক ডজন ট্যাঙ্ক, অন্যান্য সামরিক যান ও কয়েকশ সেনাকে বহনকারী ওই নৌযানগুলো দেখতে পায় এবং বুধবার প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে জাপানের মূল ভূখণ্ড হনশু দ্বীপ এবং হোক্কাইডো দ্বীপকে বিচ্ছিন্ন করা সংকীর্ণ সুরুগা প্রণালির ভেতর দিয়ে জাপান সাগরে প্রবেশ করা পর্যন্ত পর্যবেক্ষণে রাখে।
জাপানের এত কাছ দিয়ে সুরুগা প্রণালির ভেতর দিয়ে রাশিয়ার জাহাজের যাত্রা বেশ অস্বাভাবিক, বলেছেন সামরিক বাহিনীর ওই মুখপাত্র।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের পাঠানো ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র দিয়ে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়ার সাঁজোয়া ও জ্বালানি ট্রাকগুলোর ব্যাপক ক্ষতিসাধন করেছে। যে কারণে মস্কোর হয়তো তার 'বিশেষ সামরিক অভিযান' চালাতে আরও সেনা এবং নতুন সরঞ্জামের প্রয়োজন পড়ছে। ন্যাটো দেশগুলো এরই মধ্যে ইউক্রেনকে ২০ হাজার ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্রসহ নানা অত্যাধুনিক অস্ত্র দিয়েছে। রুশ হামলা ঠেকাতে ইউক্রেনে এই অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হবে বলেও বুধবার জানিয়েছে তারা।
রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনীয় নাগরিকেরা যখন হামলার শিকার হচ্ছে, তখন পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি অনুযায়ী তা অব্যাহত রেখেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দফা অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। মঙ্গলবার দেশটি নতুন করে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। এ ছাড়া রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে অস্ত্র সহায়তার অংশ হিসেবে এবার কিয়েভকে ১০০টি 'কিলার ড্রোন' দিচ্ছে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন