ইউক্রেনের চলমান আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে অস্ট্রেলিয়া ও জাপান।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানবেরা তার নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ান বিলিয়নিয়ার ওলেগ ডেরিপাস্কা, ভিক্টর ভেকসেলবার্গ এবং আরও ১১টি ব্যাংক ও সরকারি সংস্থাকে যুক্ত করেছে।

অজি পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও আমাদের সাম্প্রতিক অন্তর্ভুক্তির সাথে, অস্ট্রেলিয়া এখন রাশিয়ার সার্বভৌম ঋণ জারি ও পরিচালনার জন্য দায়ী সমস্ত রাশিয়ান সরকারী সংস্থাকে লক্ষ্য করেছে।

এদিকে অস্ট্রেলিয়ার পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনএক্সপোর্টসহ আরও ১৫টি রাশিয়ান এবং ৯টি সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছে টোকিও।