- আন্তর্জাতিক
- 'গান্ধী অনুগতদের' সরাতে চায় কংগ্রেসের বিদ্রোহীরা
'গান্ধী অনুগতদের' সরাতে চায় কংগ্রেসের বিদ্রোহীরা

ছবি-এনডিটিভি
গান্ধী কংগ্রেসের 'জি-২৩' বা বিদ্রোহী গোষ্ঠীর এক বৈঠকে অংশ নেওয়া নেতারা আপাতত দল না ভেঙে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলের পুনরুত্থান নিশ্চিতে দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা গান্ধী অনুগতদের সরিয়ে দেওয়ার আহ্বান জানাতে যাচ্ছেন। বুধবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে। নেতৃত্বকে ঢেলে সাজানোর পাশাপাশি কংগ্রেসে বড় ধরনের পরিবর্তন আনার দাবি জানিয়েছেন কংগ্রেসের বিদ্রোহীরা। দুই বছর আগে সোনিয়া গান্ধীর কাছে চিঠি লেখা ২৩ ভিন্ন মতাবলম্বীর দলই 'জি-২৩' নামে পরিচিতি পায়।
এ বিদ্রোহীদের অন্যতম শীর্ষ নেতা গুলাম নবী আজাদের বাড়িতে বুধবারের বৈঠকে নেতারা বলেন, দল এখন 'এতই দুর্বল' যে, ভাঙলে টিকতে পারবে না। গুলাম নবী আজাদই সম্ভবত কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এ বৈঠকের বার্তা ও বিদ্রোহীদের উদ্বেগের কথা জানাবেন। সোনিয়া-আজাদের ওই বৈঠকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।
এ বিদ্রোহীদের অন্যতম শীর্ষ নেতা গুলাম নবী আজাদের বাড়িতে বুধবারের বৈঠকে নেতারা বলেন, দল এখন 'এতই দুর্বল' যে, ভাঙলে টিকতে পারবে না। গুলাম নবী আজাদই সম্ভবত কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এ বৈঠকের বার্তা ও বিদ্রোহীদের উদ্বেগের কথা জানাবেন। সোনিয়া-আজাদের ওই বৈঠকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।
মন্তব্য করুন