- আন্তর্জাতিক
- রাশিয়ায় ব্যবসা বন্ধ করতে পারছে না বার্গার কিং
রাশিয়ায় ব্যবসা বন্ধ করতে পারছে না বার্গার কিং

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। সেই নিষেধাজ্ঞার সঙ্গে সংহতি প্রকাশ করে রাশিয়া থেকে নিজেদের ব্যবসাও গুটিয়ে নিচ্ছে পশ্চিমা কোম্পানিগুলো। কিন্তু বাধ সেধেছে মার্কিন ফুড চেইন নেটওয়ার্ক বার্গার কিংয়ের ক্ষেত্রে। ব্যবসায়িক অংশীদারিত্বের কারণে রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারছে না প্রতিষ্ঠানটি।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ফাস্ট ফুড চেইনটির মালিক বলেছেন, রাশিয়ার ৮০০টি বার্গার কিং স্টোরের অপারেটর তাদের স্টোর বন্ধ করতে 'অস্বীকৃতি' জানিয়েছে।
রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরপরই বার্গার কিংয়ের রাশিয়ান অংশীদার আলেকজান্ডার কোলোবভকে সেখানকার আউটলেটগুলো বন্ধ করতে বলেছিল তারা। কিন্তু প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মানতে এবং আউটলেট বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
রেস্টুরেন্ট ব্র্যান্ডস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডেভিড শিয়ার কর্মীদের উদ্দেশে এক খোলা চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
মূলত ফ্র্যাঞ্চাইজি চুক্তির কারণে রাশিয়া ছাড়তে পারছে না বার্গার কিং। কেননা ফ্র্যাঞ্চাইজি নিয়ম অনুসারে, কোনো কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষ ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে। এ জন্য তারা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়। বিনিময়ে ব্র্যান্ডগুলো নির্দিষ্ট পরিমাণে অর্থ পায়। কিন্তু সেসব ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা তাদের থাকে না।
ডেভিড শিয়ার বলেছেন, কোম্পানিটি ব্যবসায় তার ১৫ শতাংশ অংশীদারিত্বের মধ্যে রয়েছে। ফ্র্যাঞ্চাইজির সাথে 'জটিল' চুক্তির কারণে রাশিয়া থেকে বাজার ছেড়ে যাওয়া কঠিন মনে করছে বার্গার কিং। তাই এখনো রাশিয়ায় ব্যবসা চালু রাখতে বাধ্য হচ্ছে পশ্চিমা এই ব্র্যান্ডটি।
মন্তব্য করুন