- আন্তর্জাতিক
- ইউক্রেনের লভিভে বিস্ফোরণের শব্দ
ইউক্রেনের লভিভে বিস্ফোরণের শব্দ

ছবি: রয়টার্স
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির একটি টেলিভিশন।
ইউক্রেনে ২৪ টেলিভিশন স্টেশন জানায়, পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের বিভিন্ন অংশ থেকে আনুমানিক স্থানীয় সময় সকাল ৬.৩০ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বিবিসির।
টেলিগ্রামে টেলিভিশনটির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শহরের আকাশজুড়ে ধোঁয়া উড়ছে।
ইউক্রেনে ভয়েস অব আমেরিকার সাংবাদিক ওস্তাপ ইয়ারিশ টুইটারে লেখেন, তিনি বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এদিকে বিভিন্ন প্রতিবেদেন অসমর্থিত সূত্র বলছে, লভিভ বিমানবন্দর হয়তো হামলার শিকার হয়েছে।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, বিমানবন্দরে হামলা হয়নি। এর কাছে একটি ভবনে হামলা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান মেয়র।
তিনি জানান, ভবনটি বিমান রক্ষণাবেক্ষণ প্ল্যান্ট ছিল। উদ্ধারকর্মীরা বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ বিমানবন্দর শহরের কেন্দ্র থেকে ৬ কিলোমিটার (৩.৭ মাইল) দূরে অবস্থিত।
তিন সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের এ শহর অনেকটা রক্ষা পেয়েছিল। কিন্তু এখন সেখানেও হামলা শুরু হয়েছে।
গত রোববার শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলায় ৩৫ জন নিহত হয়েছিলেন। এ এলাকা পোল্যান্ড সীমান্তের খুব কাছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মন্তব্য করুন