- আন্তর্জাতিক
- যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইউক্রেন
যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইউক্রেন

মার্চের শুরুর দিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এ ছবিতে দেখা যাচ্ছে, ভূপাতিত করা হয়েছে রাশিয়ার একটি হেলিকপ্টার। ছবি: বিবিসি থেকে নেওয়া
ইউক্রেনের দোনবাস অঞ্চলে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর দেশটির সেনারা পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে। অপরদিকে প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। এতে রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন বলে দাবি কিয়েভের।
ইউক্রেনের দাবি, ২৩তম দিনে গড়ানো যুদ্ধে রাশিয়ার আনুমানিক ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার ফেসবুকে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যদি এ পর্যন্ত কোন পক্ষের কতজন নিহত হয়েছে তা সঠিকভাবে বলা দুষ্কর। কেননা, রাশিয়া ও ইউক্রেনের দেওয়া তথ্যের মধ্যে আকাশ-পাতাল তফাৎ বিদ্যমান।
রাশিয়া ৩ মার্চ জানিয়েছিল, যুদ্ধে তাদের ৪৯৮ জন নিহত হয়েছেন।
এর পর থেকেই ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি মস্কো।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
ইউক্রেন বলছে, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ৪৫০টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে ৯৩টি যুদ্ধবিমান ও ১১২টি হেলিকপ্টার। এ ছাড়া ৪৩টি অ্যান্টি-এয়াক্র্যাফ্ট সিস্টেম অকার্যকর করা হয়েছে।
ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
মন্তব্য করুন